বাংলাদেশ প্রতিবেদক: সুষ্ঠু নির্বাচন সম্ভব না হলে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর।

তিনি বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আমরা এর পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। আমরা যতক্ষণ এ চেয়ারে আছি, সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করেই যাব।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

সুষ্ঠু নির্বাচনের পরিবর্তে কম্প্রোমাইজ করতে হলে কী করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নে আলমগীর বলেন, ‘তখন আমাদের এ চেয়ারে আর দেখবেন না। আমরা যে কাজের জন্য শপথ নিয়েছি, সেটাই যদি করতে না পারি, তবে চেয়ারে থেকে আর লাভ কী?

এটি একক বক্তব্য কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কমিশনে যারা আছি, সকলের মনোভাবই এমন। আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারব বলেই বিশ্বাস রাখি। আপনারা যদি ‘হাইপোথিটিক্যালি’ বলেন, সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তবে আমরা দায়িত্ব পালন করব না।

Previous articleগাড়ির ধাক্কায় প্রাণ গেল বিমান বাহিনীর সার্জেন্টের
Next articleউলিপুরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।