বাংলাদেশ প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশবাসী ভোট চোর-ডাকাতদের ক্ষমতায় দেখতে চায় না। প্রশাসনের মাধ্যমে সরকার টিকে আছে। প্রশাসনকে ব্যবহার করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে আছে।
তিনি বলেন, সাংবিধানিক বিভাগগুলোকে সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করছে। সর্বত্র দলীয়করণে সরকার সকল ইতিহাস ব্রেক করছে। কাজেই সরকারকে দেশের জনগণ আর এক মুহুর্তও ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে সরে দাড়ালেই সরকারের জন্য মঙ্গল হবে।
গত শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী (পূর্ব) থানা শাখা আয়োজিত থানা তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নগরীর দনিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রয় প্রচার ও দাওয়াহ বিষয়সক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শিক্ষকনেতা মাওলানা এবিএম জাকারিয়া, ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারী ডা. মুহাম্মদ শহিদুল ইসলাম, নগর নেতা আলহাজ এইচ.এম মোস্তফ, থানা সভাপতি আলহাজ্ব ওসমান গণী নবীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাহবুব হোসেন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন মুফতী বাছির উদ্দিন মাহমুদ, হাজী এমদাদুল ফেরদাউস, ছাত্রনেতা ইউসুফ পিয়াস, শ্রমিকনেতা সুলতান আহমদ খান, যুবনেতা কেএম নাসির উদ্দিন, মাওলানা মাসউদুর রহমান, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান, মাওলানা মাহফুজুর রহমান, আলী আহমদ হাবিব, আমীর হামজা, কেএম নুরুজ্জামান
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর ডিম ফর্মুলা দেশব্যাপী হাস্যরসের সৃষ্টি করেছে। সরকারের মন্ত্রী-এমপিরা আজ সরাসরি সিন্ডিকেটের সাথে জড়িত। এসব সিন্ডিকেটের কাছে সাধারণ মেহনতি মানুষ আজ অসহায়। তিনি মেহনতি, কর্মজীবী, শ্রমজীবী, আলেম-ওলামা, আইনজীবী, বুদ্ধিজীবী, পেশাজীবি সংগঠনসহ সকল শ্রেণিপেশার মানুষকে আওয়ামী স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।