বাংলাদেশ প্রতিবেদক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক আশরাফুল আলম পল্টন থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুলতানা আহম্মেদকে আদালতে হাজির করে গ্রেফতার দেখিয়ে সাত দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।

আসামির পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির দু‘দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে রোববার রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

এরপর রোববার সকালে গুলশানের বাসা থেকে সুলতানা আহম্মেদকে গ্রেফতার করে র‌্যাব।

আরও পড়ুন  প্রত্যেক স্বৈরাচারকেই করুণ পরিণতি ভোগ করতে হয়েছে : মির্জা ফখরুল
Previous articleচাঁপাইনবাবগঞ্জে প্রথম দিনে অনুপস্থিত ৩৬৯ জন পরীক্ষার্থী
Next articleইবি ছাত্রদলের বিপ্লব ও সংহতি দিবস পালন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।