শনিবার, মে ২৪, ২০২৫
Homeরাজনীতিহেফাজত নেতা মাওলানা ওমর ফারুক মারা গেছেন

হেফাজত নেতা মাওলানা ওমর ফারুক মারা গেছেন

বাংলাদেশ প্রতিবেদক: দ্বীপজেলা ভোলার বিশিষ্ট আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২২ মে) রাত দশটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়। তার জানাজার ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে মরহুম ওমর ফারুকের মৃত্যুতে আলেম সমাজ ও দ্বীনদার শ্রেণির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মাওলানা ওমর ফারুক প্রায় ৪০ বছর ধরে নিজের প্রতিষ্ঠিত ভোলা দারুল উলুম আজিজিয়া মাদ্রাসায় মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে কোরআনের খেদমত করেছেন। অত্যন্ত মিষ্টভাষী ওয়ায়েজ ছিলেন। বুজুর্গ আলেম হিসেবেও তার পরিচিতি ছিল। দেশ-বিদেশে তার অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রয়েছেন।

ইন্তেকালের সময় স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী দারুল উলূম হাটহাজারীর ফারেগ। তিনি হেফাজতে ইসলামের সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর খাদেম ছিলেন। তিনি নিজেও হেফাজত নেতা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments