বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeখেলাধুলাছক্কায় বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের

ছক্কায় বিশ্ব রেকর্ড ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের

বাংলাদেশ ডেস্ক: রোববার রাতে শেষ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এবারের টি-টোয়েন্টি সিরিজে ৯৬টি ছক্কা মেরেছেন দু’দলের ব্যাটাররা।

সংক্ষিপ্ত ভার্সনে দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি ছক্কায় বিশ্বরেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।

এতদিন এই রেকর্ড দখলে ছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের। ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গিয়েছিল ইংল্যান্ড। ওই সিরিজে ৯৪টি ছক্কা মেরেছিলেন দু’দলের ব্যাটাররা।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি ছক্কা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। ২০১৯ সালে ভারতের মাটিতে হওয়া তিন ম্যাচের সিরিজে ৭২টি ছক্কা হয়েছিল দুই দলের ক্রিকেটাররা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments