মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পাঁচবিবিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রদীপ অধিকারী: ” বন্ধ হলে দূর্নীতি, উন্নয়নে আসবে গতি, আসুন দূর্নীতিকে না বলি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দূর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয় ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আব্দুল হাই এর সভাপতিত্ব উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন।
উপজেরা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রানার সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দূর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ- সভাপতি বাবু মনোরঞ্জন ঘোষ, সাবেক সহকারী অধ্যাপক পরিতোষ চন্দ্র।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন সহ আরো অনেকে।
শেষে উপজেলার ৩ টি বিদ্যালয়ের ১৫০জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments