মিজানুর রহমান বুলেট: কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এ অনুষ্ঠান শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. মকবুল হোসেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক, এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, বক্তৃতা, বিদায়ী সঙ্গীত এবং দোয়া মোনাজাতের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে আবেগময় পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের উপহার প্রদান করা হয়।