বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Homeশিক্ষাইবি খুলনা জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি সাজ্জাতুল্লাহ, সম্পাদক মাইশা

ইবি খুলনা জেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি সাজ্জাতুল্লাহ, সম্পাদক মাইশা

বাংলাদেশ প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খুলনা জেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান মাইশা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সংগঠনের উপদেষ্টাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির অন‍্যান‍্যরা হলেন-সহ-সভাপতি বায়োজিদ হোসেন,বাসু দেব,মুন্সী মো. আহসানুল ইসলাম,মুজাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আবু সায়েম,ইনামূল হক,মো. ইমন শেখ,মো. তানজীর ইসলাম তামিম,মৃন্ময় গোলদার,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া সাবরিনা,প্রচার সম্পাদক,ইজাজ আহমেদ,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,সহ-দপ্তর সম্পাদক তিতলি সরকার,অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব,সহ-অর্থ সম্পাদক ফাহাদুজ্জামান ফাহাদ,ছাত্রী বিষয়ক সম্পাদক রুবাইয়া হোসেন,আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,উপ-আইন বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন ইমন,শিমলা ইসলাম,মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাব্বির হোসাইন রুপক,শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ রুম্মান,ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান,ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক নুসরাত ঐশী,ধর্ম বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম,রক্তদান বিষয় সম্পাদক ঐন্দ্রিলা বিশ্বাস, ফটোগ্রাফী ও মিডিয়া বিষয়ক সম্পাদক এম রিয়াজ আহমেদ,উপ-ফটোগ্রাফী ও মিডিয়া বিষয়ক সম্পাদক রোহান চৌধুরী,আর্ট ও ক্রাফটিং বিষয়ক সম্পাদক বন্যা আজিজ

,উপ-আর্ট ও ক্রাফটিং বিষয়ক সম্পাদক আম্মার ইবনে বাশার (অর্ক),কার্যনিবাহী সদস্য সুমাইয়া গাজী,মো. রেদওয়ান উল্লাহ,শাহানারা শাওন,ইয়ামিন আফরোজ তিশা,ফারহানা রহমান,সাব্বির আহমেদ।

নবনিযুক্ত সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো খুলনা জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের স্বার্থ ও কল্যাণে কাজ করা। আমি বিশ্বাস করি, সকলে মিলে আমরা এ সংগঠনকে একটি উদাহরণমূলক ছাত্র সংগঠনে পরিণত করতে পারবো।” সাধারণ সম্পাদক নুসরাত জাহান মাইশা বলেন, “এই গুরুদায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। খুলনার শিক্ষার্থীদের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পেরে গর্ববোধ করছি। আমরা সকলকে নিয়ে সামনের দিনগুলোতে আরও সংগঠিত ও ফলপ্রসূ কার্যক্রম চালিয়ে যেতে চাই।”

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি একটি সুপ্রতিষ্ঠিত এবং সক্রিয় ছাত্র সংগঠন যা দীর্ঘদিন ধরে খুলনা জেলার শিক্ষার্থীদের একত্রিত করে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক সচেতনতা এবং সহমর্মিতার ভিত্তিতে কাজ করে আসছে। সংগঠনটি খুলনা জেলার শিক্ষার্থীদের আত্মিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি ক্যাম্পাসে একটি ইতিবাচক ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments