মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাশাহজাদপুরে ডাঃ ইউনুস খাঁনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা

শাহজাদপুরে ডাঃ ইউনুস খাঁনের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে গরীবের ডাক্তার হিসেবে খ্যাত বরেন্য চিকিৎসক প্রয়াত ডাঃ ইউনুস আলী খাঁন এর ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ডা: ইউনুস আলী খাঁন ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আয়োজিত স্মরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ আজম। এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হামিদ লাবলু, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ও ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি ইকবাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা: ইউনুস আলী খাঁন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রয়াত চিকিৎসকের মেয়ে ড. প্রিসিলা খাঁন মলি। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এ্যাড. আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, ডা: শাহ আলম, শিক্ষক চন্দন বসাক, পাবনার চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক খান, প্রয়াত ডাঃ ইউনুস খাঁনের সহধর্মিণী হাসনা হেনা বেগম প্রমুখ। পরে প্রয়াত চিকিৎসকের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০২০ সালের করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ইনপালস্ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্রেন স্ট্রোক করে ২০২০ সালের ২৫ জুন বরেন্য এ চিকিৎসক মৃত্যু বরন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments