মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী পালিত

রংপুরে পরমানু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার দশম মৃত্যুবার্ষিকী পালিত

জয়নাল আবেদীন: রংপুরে নানা আয়োজনে ৯মে বৃহস্পতিবার পালিত হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড. এম এ. ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যু বার্ষিকী । রংপুরে পীরগঞ্জ উপজেলার লালদীঘি ফতেপুরে তাঁর গ্রামের মিয়াবাড়ীর পারিবারিক কবরস্থানে ড. এম এ ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও ফাতেহা পাঠ দোয়া মাহফিল বিভিন্ন মসজিদে মিলাদ ও মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পন করা হয়। এ সময় পুষ্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামীলীগ, পীরগঞ্জ উপজেলা প্রশাসন, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ড. ওয়াজেদ স্মৃতি সংসদ, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন, বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয় প্রশাসন, এরপর ফতেপুরে জয় সদন চত্বরে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেল ৫টায় রাজা রাম মোহন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি থাকবেন, প্রফেসর ডাঃ নূর ইসলাম অধ্যক্ষ রংপুর মেডিকেল কলেজ। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ডাঃ হামিদুল হক খন্দকার ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments