ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় ঘন কুয়াশার কারণে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ রকম আবহাওয়া বজায় থাকলে বীজতলার ক্ষতি হবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে এ বিষয়ে কৃষি বিভাগ থেকে কৃষকদের সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ৯ ইউনিয়নে ১৬ হাজার ২শ ৯৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বীজতলায় ধানের বীজ করা হয়েছে ৭শ ২৩ হেক্টর জমিতে । সরেজমিন দেখা গেছে, গত কয়েক দিনের ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলার অধিকাংশ চারাই লালচে হলুদ হয়ে গেছে। অনেকেই বীজতলা রক্ষায় কৃষি অফিসের পরামর্শ নিয়ে রাতে পানি রাখছে বীজতলায় এবং সকাল হলে তা সরিয়ে ফেলছে। উপজেলার ছাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের কৃষক মকবুল হোসেন বলেন, এক সপ্তাহ আগে যে পাতা কালো ছিল। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে লালচে হয়ে যাচ্ছে। এ কারণে ধানের চারা বীজতলা থেকে তুলে জমিতে রোপণ করতে পারব কিনা সেই আশঙ্কা তৈরি হয়েছে। তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে বীজতলা এখনো পুরোপুরি নষ্ট হয়নি। তবে এরকম আবহাওয়া থাকলে বীজতলা নষ্ট হতে বেশিদিন লাগবে না। এরকম আশঙ্কার কথা জানান আরো কয়েকজন কৃষক।
পীরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম এর সাথে কথা হলে তিনি জানান, সারাদেশের মতো পীরগাছা উপজেলায় গত এক সপ্তাহ থেকে তীব্র শীত ও ঘন কুয়াশা। এই ঘনকুয়াশার কারণে বীজতলা নষ্ট হয়। কিন্তু এখনও বীজতলা নষ্ট হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। কৃষি অফিস থেকে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি নিয়মিত। এছাড়াও তিনি আরো বলেন, বোরো ধানের বীজতলা রক্ষার জন্য প্রতিদিন বীজতলার কুয়াশা ঝেড়ে দিতে হবে। চারাগুলোকে পারলে পলিথিন দিয়ে ঢেকে রাখারও পরামর্শ দেন তিনি।