রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাটাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের কারাদণ্ড

টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের কারাদণ্ড

আহম্মদ কবির: সুনামগঞ্জের মা মাছের অভয়ারণ্য খ্যাত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন জন কে তিন দিন মেয়াদে কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন টাঙ্গুয়ার হাওর সংলগ্ন তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে ঝুরুল হক (৩৫)একই গ্রামের আবিজ আলীর ছেলে লিটন মিয়া(৪৫)ও পার্শ্ববর্তী হুকুমপুর গ্রামের সুন্নত আলীর ছেলে আইতুল(২০)।

আজ( ৫ফেব্রুয়ারী)সোমবার দুপুরে টাঙ্গুয়ার হাওরের রুপাবুই বিলে অবৈধভাবে মৎস্য নিধনের দায় ৩জন জেলেকে আটক করে তিন দিনের কারাদণ্ড ও পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করেন,ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামান রনি।এছাড়াও হাওরের লেছুয়ামারা চটানিয়া বিলে অভিযান চালিয়ে ৫৬,টি চায়না দুয়ারি জাল আটক করে গোলাবাড়ি আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার আসাদুজ্জামান রনি জানান টাঙ্গুয়ার হাওরে মৎস্য সম্পদ বাড়ানোর লক্ষ্যে,হাওরে অবৈধ মৎস্য নিধন রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments