মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে চার বাড়িতে দূধর্ষ এক চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ৩ টর দিকে পৌর শহরের সবুজবাগ এবং কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্রটি ওই বাড়ি গুলোতে কেউ না থাকার সুযোগে তালাবদ্ধ ঘরের তালা ভেঙ্গে এমন ঘটনা ঘটায়। এ সময় বাড়ি গুলো থেকে অন্ততঃ ১৭ ভরি স্বর্নালংকার এবং লক্ষাধিক টাকা লুটে নিয়েছে বলে স্থানীয়দের সু্ূত্রে জানা গেছে।
বাড়ির মালিকরা হলো, ইতালি প্রবাসী মো. মেহেদী হাসান বাবু, তাঁর বাড়ি থেকে ১০ ভরি ওজনের স্বর্নালংকার, নগদ বিশ হাজার টাকা লুট করে। এছাড়া, মো.আনিস মোল্লার বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার, নগদ এগারো হাজার টাকা, মো.মাসুদ রানার বাড়ি থেকে দের ভরি স্বর্নালংকার, নগদ পঞ্চাশ হাজার টাকা, এছাড়া মো.তাওহীদ মিয়ার বাসা থেকে ৯ আনা ওজনের একটি চেইন নিয়ে যায়।
তবে চেরেরা ওই বাড়ি গুলোর আসবাব পত্র এলোমেলো করে রাখে।
স্থানীয়দের ধারনা, পরিকল্পিত ভাবে চোরেরা এমন চুরির এমন ঘটনা ঘটিয়েছে। যা বিগত দিন গুলোতে আর হয়নি বলে তারা উল্লেখ করেন। তাদের অধিকাংশের অভিযোগ, সড়ক বাতি না থাকায় চোরেরা এমন সুযোগ পেয়েছে।
এ ব্যাপারে পৌর সভার ৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আবদুল লতিফ খালাসি বলেন ‘ এ এলাকায় এমন ঘটনা এই প্রথম। তিনি নিজের পকেট থেকে সড়ক বাতির ব্যবস্থা করবেন বলে তিনি উল্লেখ করেন।
কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ বলেন’ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সময় বাড়ির মালিকরা কেউই বাড়িতে ছিল না। তবে ক্ষতিগ্রস্থরা মামলা করবেন বলে তিনি উল্লেখ করেন।