বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Homeসারাবাংলারংপুরে পুকুর থেকে তিনটি এলএমজি, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

রংপুরে পুকুর থেকে তিনটি এলএমজি, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

জয়নাল আবেদীন: রংপুর নগরীর একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি এলএমজি ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর মেট্রোপলিটন হাজিরহাট এলাকা হতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এসব অস্ত্র ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময়ের।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বিকেলে নগরীর ২ নং ওয়ার্ডের অভিরাম গ্রামের বাদল বাবুর শুকিয়ে যাওয়া পুকুরে কয়েকজন শিশু খেলা করছিল। শিশুরা এসময় পুকুরের কিছু মাটি খনন করে। মাটি খননের সময় এসব আগ্নেয়াস্ত্র দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে সন্ধ্যায় পরিত্যক্ত অবস্থায় তিনটি এলএমজি তিনটি, তিনটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ ।

স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি বলেন, অস্ত্রগুলো দেখে ধারণা করা হচ্ছে এসব অস্ত্র মুক্তিযুদ্ধকালিন সময়ে।হাজিরহাট থানা পুলিশ বলছে পুকুর থেকে উদ্ধার হওয়া এসব আগ্নেয়াস্ত্র ১৯৭১ সালের হতে পারে। অস্ত্রগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তিতে আদালতের নির্দেশনা অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments