রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeজাতীয়কোটাবিরোধী আন্দোলন: শাহবাগে অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

কোটাবিরোধী আন্দোলন: শাহবাগে অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধ

বাংলাদেশ প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালসহ চার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। এর ফলে সেখানে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার দুপুর তিনটায় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হন। এরপর মিছিল নিয়ে পঞ্চম দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন।

দুপুর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা একে একে জড়ো হতে থাকেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। দুপুর ৩টা থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। এরপর হাজী মুহম্মদ মুহসীন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী মোড় হয়ে ইডেন কলেজ, হোম ইকোনোমিক্স, নীলক্ষেত থেকে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ গিয়ে অবস্থান নেন আন্দোলকারীরা।

মিছিলটি শাহবাগে পৌঁছে বিকেল পৌনে পাঁচটার দিকে। এ সময় পুলিশ বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর বাধা উপেক্ষা করে তারা শাহবাগ মোড়ে বসে পড়েন।

মধুর ক্যান্টিনে ছাত্রলীগ: এদিকে দুপুর ২টা থেকে মধুর ক্যান্টিনে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। কোনো কোনো হলে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে যেতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

অন্যদিকে কোটাবিরোধী আন্দোলনের মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’ ‘কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’ ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ‘হাইকোর্ট না রাজপথ, রাজপথ রাজপথ‘ ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো: ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরপিত্র বহাল, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে (সকল গ্রেডে) বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments