জয়নাল আবেদীন: সংগঠিত ছাত্র জনতাই ইতিহাস নির্মাতা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়ে শহীদের স্মরনে ও শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ পরিববেশ আন্দোলন (বাপা)রংপুর জেলা শাখার আয়োজনে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে বাপা রংপুর জেলার আহবায়ক এড. শামীমা আক্তার শিরিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রশিদুস সুলতান বাবলু’র সঞ্চালনায় অতিথি ছিলেন বাংলাদেশ পরিববেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ,সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সু-শাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলা সভাপতি জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, বাপা জেলা শাখার যুগ্ম আহবায়ক হাসনিন আক্তার এ্যানি, সারওয়ার জামিল খন্দকার,যুগ্ম সদস্য সচিব অধ্যাপক রুমানা জামান, সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন, ডা. রহিমা খাতুন ,সারতি রানী সাহা, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গ্রীনভয়েস বেরোবির সভাপতি মোঃ শাওনা মিয়া, বাংলাদেশ মহিলা বিষয়ক সভাপতি মাহবুব আরা বেগম, যুগ্ম সম্পাদক মাহমুদা সুলতানা ।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রজনতার ঐতিহাসিক বিজয় কোনভাবেই যেন নস্যাৎ না হয় সে জন্য ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে। এই বিজয় বাংলার ১৭ কোটি মানুষের ঐতিহাসিক বিজয়। এই বিজয়কে নস্যাৎ করার জন্য হায়নার দল এখন ও ঘাপটি মেরে আছে। অন্তবর্তীকালীন সরকার গঠন বৈষম্যহীন মানবিক ও স্বনির্ভও রাষ্ট্র গঠনের প্রক্রিয়া গঠন করতে হবে এবং দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে গড়ে তোলার আহবান জানানো হয়।