সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলারংপুরে মধ্যরাতে পুকুরে তল্লাশি চালিয়ে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার

রংপুরে মধ্যরাতে পুকুরে তল্লাশি চালিয়ে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার

জয়নাল আবেদীন: রংপুরে একটি লকার নিয়ে লংকা কান্ড ঘটে গেল। অবশেষে পুকুরে তল্লাশি চালিয়ে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার রাতে নগরীর কলেজপাড়ায় একটি ছাত্রাবাসের পেছনের পুকুরে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার ভোরে বাবুখা এলাকায় নজরুল পাঠাগারের পাশে একটি পরিত্যক্ত লাল রঙের ব্রিফকেস পান নৈশপ্রহরী আতিকুর রহমান । এরপর সেটি বাড়িতে নিয়ে খুললে ভেতরে একটি লকার দেখতে পান তিনি। পরে লকারটি পুলিশের কাছে দেওয়ার জন্য পাঠাগারের সভাপতি রশিদুস সুলতান বাবলু ও তার বন্ধু মিলনের কাছে লকারটি দেন তিনি। কিন্তু তারা সেটি পুলিশকে না দিয়ে নিজেরাই ভেঙে ফেলেন। এরপর তারা ঘটনা ধামাচাপা দিতে লকারটি পুকুরে ফেলে দেন ।এদিকে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় যৌথবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বাবলু ও আতিককে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করা হয় লকারটি।স্থানীয়দের দাবি, লকারে থাকা কাগজটিতে ৭৩ হাজার ডলার থাকার কথা লেখা ছিল। তবে তাৎক্ষণিকভাবে পুকুর থেকে কোনো ডলার উদ্ধার হয়নি।

নজরুল পাঠাগারের সভাপতি রশিদুস সুলতান বাবলুর দাবি, ওই লকারে একটি কাগজ ছিল এবং কালো কাগজের ১৮টি বান্ডিল ছিল। আমার বন্ধু মিলনের পরামর্শে পুলিশি ঝামেলা এড়াতে লকারটি আমরা পুকুরে ফেলে দেই।অভিযানের সময় ঘটনাস্থলে থাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদ আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগিতায় পুকুর থেকে একটি লকার ও কালো কাগজের বান্ডিল উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, অভিযানে পুকুর থেকে ছেড়া ব্যাগ, বক্স ও কিছু কাগজ উদ্ধার হয়েছে। এ ঘটনায় আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে যৌথবাহিনী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments