আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুরে এক হিন্দু পরিবারের উপর হামলা ও আসবাবপত্র ভাঙচুরসহ স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫সেপ্টেম্বরে)রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাও গ্রামের এ ঘটনাটি ঘটে।
আহতদের পরিবারের তথ্যমতে জানাযায় বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬,নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এরশাদ সর্দার মদ্যপান করে,আহত চন্দন পাল এর ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।এই সময় আহত পন্টলি পাল বাধা দিলে, এরশাদ সর্দার লাঠি দিয়ে আঘাত করে তার হাত ভেঙে দিয়ে স্বর্ণালংকার নিয়ে চলে যায়। ঘটনার সময় আহত চন্দন পাল ও আহত বিজন পাল বাড়ির বাহিরে ছিল,খবর পেয়ে বাড়িতে এসে ঘটনার বিবরণ জেনে এরশাদ এর বাড়িতে গিয়ে এরশাদের কাছে জানতে চাইলে তার পরিবারের লোকজন নিয়ে তাদের মারধর করে গুরুতর আহত করলে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন জানান এ বিষয়ে অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।