বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Homeসারাবাংলাউলিপুরে শাক-সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষক

উলিপুরে শাক-সবজি চাষে লাভবান হচ্ছেন কৃষক

আবুল কালাম আজাদ: কুড়িগ্রামের উলিপুরে শীতকালীন শাক-সবজি হিসেবে লাউশাক বা লাউয়ের চাহিদা প্রচুর। সারা বছর বাজারে লাউশাকের চাহিদা থাকায় লাউশাক চাষের প্রতি বেশি আগ্রহ বেড়েছে চাষিদের। আবার লাউশাক সবার কাছে বেশ জনপ্রিয়। লাউ শাক চাষ করে লাভবান হচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষক। জমিতে লাউ শাকের চাষাবাদ করে অল্প সময়ে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন তারা। লাউ শাক চাষিদের মুখে ফুটেছে সাফল্যের হাসি। কৃষকেরা লাউ শাক চাষে মনোযোগী হয়েছেন। বাণিজ্যিকভাবে লাউ শাক চাষের ক্ষেত্রে চাষিদের ব্যাপক আগ্রহ দেখা যায়।

মাত্র ত্রিশ দিনের মধ্যে লাউশাক বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠে। তা বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করছেন লাউ শাক চাষিরা। তারা বলেন অল্প খরচে এবং অল্প সময়ে দ্বিগুণ টাকা আয় করা যায় লাউশাকে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় সবজি চাষের লক্ষ্য মাত্রা প্রায় ৫২০ হেক্টর। যা অর্জিত হয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের শাক-সবজীর চাষ রয়েছে। তার মধ্যে লাউশাক চাষ একটি লাভজনক ফসল। যা অল্প সময়ের অল্প খরচে দ্বিগুণ আয় করা যায়।

সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় উঁচু এলাকা গুলোতে বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ করেছেন কৃষকেরা। তার মধ্যে লাউশাক চাষের প্রতি ঝুঁকছেন অনেক কৃষক। অল্প সময়, কম পুঁজি এবং একটি গাছ থেকে বারবার শাক সংগ্রহ করতে পারার ফলে অধিক লাভের আশায় লাউ শাক চাষের ক্ষেত্রে চাষিরা উৎসাহী হয়ে উঠছেন। এছাড়াও স্থানীয় বাজারে লাউশাকের রয়েছে প্রচুর পরিমাণে চাহিদা। লাউ শাকের বাজার দরও বেশ চড়া। তাই অধিক মুনাফার আশা করছেন চাষিরা।

উপজেলার দক্ষিণ দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর গ্রামের লাউশাক চাষি এরশাদুল হক বলেন, প্রায় ২৩ শতক জমিতে লাউশাক চাষ করেছেন। মাত্র ত্রিশ দিনে লাউশাক বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠে। লাউশাক চাষে খরচ হয়েছে ৭ হাজার টাকা। সমস্ত শাক পাইকেরিতে বিক্রি করেছেন ২২ হাজার টাকা। দ্বিগুণের বেশি টাকা লাভ হয়েছে। একই জমিতে লাউশাক সহ বিভিন্ন ধরনের শাক-সবজি বছরে প্রায় ৯ বার পর্যন্ত চাষ করা যায়। যার কারণে ধান চাষের প্রতি আগ্রহ অনেক কমেছে বলে জানান তিনি।

একই এলাকার বিভিন্ন ধরনের শাক-সবজী চাষি শহিদুর রহমান, মমিন হোসেন, মহুবুল্লাহ, জব্বার আলী, শাহেব আলী ও আবেদ মিয়া সহ আরও অনেকে বলেন, শাক-সবজি চাষে দ্বিগুণ লাভ করা সম্ভব। তার মধ্যে লাউশাক চাষের ত্রিশ দিনের মধ্যে বাজারজাত করার উপযোগী হয়ে যায়। যা একই জমিতে ৫ থেকে ৭ বার চাষ করা সম্ভব। এছাড়া একবার গাছের আগা কেটে নিলে প্রতিটি লাউগাছে আবারো ২/৩টি করে শাখা বের হয়। সেটাও কেটে বাজারে বিক্রি করেন তারা বলে জানান।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন জানান, উপজেলায় বিভিন্ন এলাকায় উঁচু জমি গুলোতে বিভিন্ন ধরনের শাক-সবজীর চাষ হচ্ছে। এছাড়া লাউ শাকের ব্যাপক আবাদ হয়েছে। ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের লাউশাক চাষের বেশি আগ্রহ বাড়ছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে শাক- সবজির বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা থাকায় লাভবান হচ্ছেন চাষিরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments