বাংলাদেশ প্রতিবেদক: বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও এক যুগ্ম সচিবের মধ্যে ডিসি নিয়োগ সংক্রান্ত মোবাইলের হোয়াটসঅ্যাপের ছবিগুলোকে সঠিক বলেই মনে করছেন আইটি বিশেষজ্ঞ ও ফ্যাক্ট চেকাররা। ছবিগুলো এডিটেড নয় বলেও জানিয়েছেন তারা।
এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া মোবাইলের হোয়াটসঅ্যাপে আলাপচারিতার ছবিগুলো দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে যাচাই-বাছাই করে গণমাধ্যম। কৃত্রিম ছবি-ভিডিও শনাক্তকারী যুক্তরাষ্ট্রভিত্তিক
প্রতিষ্ঠান ‘হাইভ মডারেশনে’র মাধ্যমে যাচাই করা হলে তারাও ছবিগুলোকে সঠিক বলে জানিয়েছে।
এদিকে ছবিগুলোর বিষয়ে বেসরকারি টেলিভিশন যমুনা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেছেন, ‘ফোনের ভেতরে চার্জার লাগানো আছে এবং ব্যাটারিটি চার্জ হচ্ছে। সে থেকে বোঝা যাচ্ছে এই ছবিগুলো আপাতদৃষ্টিতে এডিটেড বলে মনে হচ্ছে না। তার পরও সেটির ম্যাটারটাকে আসলে বিশ্লেষণ করার ব্যাপার আছে।’