রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলামানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর হাতে কোটি টাকাসহ যুবক গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর হাতে কোটি টাকাসহ যুবক গ্রেফতার

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর হাতে ব্যাগ ভর্তি এক কোটি টাকাসহ সোলায়মান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত যুবককে জিডি মুলে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি মো. জাহিদুল ইসলাম বুধবার (২ অক্টোবর) দুপুরে নিশ্চিত করেছেন।

সোমবার দিবাগত রাতে যৌথ বাহিনীর চেক পোস্ট চলাকালীন হেমায়েতপুর- সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর আজিজ ফিলিং স্টেশনের সামনে থেকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকারের যাত্রী ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ ভর্তি এক কোটি টাকাসহ সোলায়মানকে আটক করা হয়। ওই টাকা জব্দ দেখিয়ে পরদিন তাকে আদালতে প্রেরণ করেন পুলিশ। গ্রেফতারকৃত সোলায়মান সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর ছেলে। তার বাড়ি পৌর এলাকার গোবিন্দল মহল্লায়।

সিংগাইর থানার এসআই আলী আজম বলেন, গ্রেফতারকৃত সোলায়মান আটক হওয়ার পর চেকপোস্টে যৌথবাহিনীর জিজ্ঞাসাবাদে নিজেদের ভাটার ইট বিক্রি ও দাদনের টাকা দাবী করলেও তাৎক্ষনিক কোনো প্রমানাদি দেখাতে পারেননি। এ বিষয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারলে জব্দকৃত টাকা আইনি প্রক্রিয়ায় ফেরত পাবেন বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments