মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাউখিয়া হাসপাতালে চিকিৎসক সংকট, স্বাস্থ্য সেবা ব্যাহত

উখিয়া হাসপাতালে চিকিৎসক সংকট, স্বাস্থ্য সেবা ব্যাহত

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়া হাসপাতালে জনবল সংকটের কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের পাশাপাশি ৮ লক্ষাধিক রোহিঙ্গা সেবা একমাত্র মাধ্যম হচ্ছে এই হাসপাতাল।
শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নবনির্মিত মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শীর্ষক আলোচনা সভা হয়। সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মান্নান এ কথা বলেন।
উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করে স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, এ হাসপাতালে মাত্র (ডাব্লিউ এস ও) একটি উন্নতমানের ডিজিটাল এক্সরে মেশিন সরবরাহ দিয়েছে। তাছাড়া সবক্ষেত্রে একটি পূর্নাঙ্গ হাসপাতালে পরিণত এ প্রতিষ্ঠানটি চিকিৎসক সংকটের কারণে বর্তমানে মুখ থুবরে পড়েছে।
ডা. আব্দুল মান্নান আরো বলেন, হাসপাতালে ১০ জন চিকিৎসকের পদ রয়েছে। তিনিসহ বর্তমান চারজন চিকিৎসক নিয়ে হাসপাতালের আউটডোর ও ইনডোরে ভর্তি হওয়া রোগীসহ ইর্মাজেন্সিতে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হঠাৎ করে হাসপাতালে গাইনি বিশেষজ্ঞ ইফফাত সানিয়া ও হাসপাতালের আরএমও মো. শাহ কামালকে ডেপুটেশনে কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে বদলী করে নিয়ে যাওয়ার ফলে উখিয়া হাসপাতালটির মেরুদণ্ড ভেঙ্গে গেছে দাবি করে এই স্বাস্থ্য কর্মকর্তা।
তিনি আরো বলেন, চিকিৎসক ছাড়াও হাসপাতালের কর্মচারী পর্যায়ে বিভিন্ন পদে ১২টি পদ খালি রয়েছে। বাউন্ডারি ওয়াল না থাকায় সম্পূর্ণ অরক্ষিত এ হাসপাতালকে চিকিৎসা সেবার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নিতে তিনি সেমিনারে উপস্থিত প্রধান অতিথি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ডেপুটেশনে দুইজন ডাক্তার বদলী করে নিয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ব্যাপারে সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments