শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫
Homeসারাবাংলাভূঞাপুর এসিল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষার কেন্দ্র সচিবকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ

ভূঞাপুর এসিল্যান্ডের বিরুদ্ধে পরীক্ষার কেন্দ্র সচিবকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামের বিরুদ্ধে এসএসসি (দাখিল) পরীক্ষার কেন্দ্র সচিব ও অধ্যক্ষ আব্দুস ছোবহানকে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত রবিবার (২০ এপ্রিল) দুপুরে এ ঘটনায় প্রতিকার চেয়ে টাঙ্গাইল জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ করেছেন অধ্যক্ষের ছেলে আব্দুল ওয়ারেছ।

সোমবার (২১ এপ্রিল) সকালে আব্দুল ওয়ারেছ বিষয়টি জানিয়েছেন। অভিযোগে বলা হয়, গত ১৭ এপ্রিল ভূঞাপুর ফাযিল মাদরাসায় অনুষ্ঠিত দাখিল গণিত পরীক্ষার দিন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালনকালে প্রশ্নপত্র কম থাকা ও দায়িত্ব অবহেলার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অধ্যক্ষ আব্দুস ছোবহানকে শারীরিকভাবে নির্যাতন ও অশালীন ভাষায় গালিগালাজ করেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি জামিয়াতুল মোদারেছিন উপজেলা শাখার সভাপতি আফছার উদ্দিন ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যান্য সদস্যরা একটি সহায়ক পাঠ্যপস্তুক প্রকাশনা সংস্থার কাছ থেকে নেওয়া অর্থ আত্মসাত করলে অধ্যক্ষ ছোবহান এর প্রতিবাদ করেন। এরই জেরে গত ১৬ মার্চ উপজেলা জামিয়াতুল মোদারেছিন সংগঠন অধ্যক্ষ আাব্দুস ছোবহাসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংগঠনের সভাপতি আফছার উদ্দিনকে কেন্দ্র সচিব হিসেবে মনোনয়নের জন্য মাদরাসা বোর্ডে সুপারিশ করে। তবে ২৪ মার্চ অধ্যক্ষ আব্দুস ছোবহান এই মনোনয়নের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন এবং ৮ এপ্রিল পুনরায় কেন্দ্র সচিবের দায়িত্বে বহাল হন। পরদিন ৯ এপ্রিল হাইকোর্টের আদেশের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে জমা দিলে সহকারী কমিশনার (ভূমি) কেন্দ্র সচিবের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। আরও বলা হয়, ওই দিন রাতেই এসিল্যান্ড তারিকুল ইসলাম মাদরাসায় গিয়ে অধ্যক্ষ ছোবহানকে জানান, আফছার উদ্দিনই দায়িত্ব পালন করবেন এবং হুমকি দেন যে বয়স বিবেচনা না করেই ‘পিঠের চামড়া তুলে’ দেবেন। এরপর ১৭ এপ্রিল পরীক্ষা চলাকালীন সময় প্রশ্নপত্র কম থাকা এবং দায়িত্ব অবহেলার অভিযোগে অধ্যক্ষসহ মোট ছয়জনকে আটক করে উপজেলা প্রশাসন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অধ্যক্ষের ছেলে আব্দুল ওয়ারেছ অভিযোগ করে বলেন, ‘বাবার সঙ্গে কথা বলতেই তিনি কেঁদে ফেলেন। এসিল্যান্ড শুধু শারীরিকভাবে নির্যাতনই করেননি, তাকে চরমভাবে অপমানও করেছেন। অথচ প্রশ্নপত্র বিতরণকারী নূরুল হুদার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘যেহেতু জেলা প্রশাসক স্যারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে, তদন্তেই সত্যতা প্রমাণ হবে।’

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্চয় কুমার মহন্ত বলেন, ‘এসিল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments