আব্দুল লতিফ তালুকতার: টাঙ্গাইলের ভূঞাপুরে তারাকান্দি- ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে টেপিবাড়ি নামক স্থানে পাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের উপর উঠে চাপা পড়ে ঘুমিয়ে থাকা এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে পাঁচটায় এই দুর্টঘনা ঘটে। এতে ঘরে ঘুমিয়ে থাকা ওমেছা বেগম (৫৫) নামে এক নারী পাথর বোঝাই ট্রাকে চাপা পড়ে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়রা জানায়, সিলেট থেকে পাথর বোঝাই একটি ট্রাক তারাকান্দির উদ্দেশ্য যাচ্ছিলো। এসময় ড্রাইভার ঘুমিয়ে পড়লে রাস্তার পাশে কদ্দুস মিয়ার ঘরের উপর উল্টে যায় ট্রাকটি। এসময় ঘুমিয়ে থাকা কদ্দুস মিয়ার স্ত্রী ওমেছা বেগম চাপা পড়ে নিহত হন। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রাখে। খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে। ভূঞাপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ স্বপন মিয়া জানান, ঘটনাস্থলে এসে দেড় ঘন্টা চেষ্টায় মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ওসি) একেএম রেজাউল করিম বলেন, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।