বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারে সম্প্রতি যে টানা দরপতন চলছে, তাকে স্বাভাবিক মনে করছে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টিকে সন্দেহজনক মনে করছে সংস্থাটি। তাই এ পতনের কারণ খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।
গতকার রোববার (২৭ এপ্রিল) কমিটি গঠন সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
চার সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটির সদস্যরা হলেন-বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান, উপ-পরিচালক মুহাম্মদ ওরিসুল হাসান রিফাত, ডিএসইর সহকারী মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান এবং সিডিবিএলের সহকারী ব্যবস্থাপক কাজী মিনহাজ উদ্দিন। কমিটিকে তদন্ত কাজ শেষ করে ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসইসির সংশ্লিষ্ট আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের নিম্নমুখী প্রবণতা পর্যবেক্ষণ করেছে বিএসইসি, যা অস্বাভাবিক এবং সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। তাই কমিশন বিষয়টি পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে তদন্ত করে দেখা প্রয়োজন বলে মনে করছে। এরই ধারাবাহিকতায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নম্বর XVII) এর ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিও অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫ নম্বর আইন) এর ১৭(ক) ধারার প্রদত্ত ক্ষমতাবলে কমিশন আলোচ্য বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে। উক্ত তদন্ত কার্যক্রম পরিচালনা করার জন্য বিএসইসি, ডিএসই এবং সিডিবিএলের ৪জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো। গঠিত তদন্ত কমিটির কর্মকর্তারা এই আদেশ জারির তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে এ সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনে দাখিল করবে।
উল্লেখ, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ব্যাংকসহ আর্থিক খাতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএসইসি ও আইডিআরএ’র চেয়ারম্যানসহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রধান হিসেবে নতুন নিয়োগ দেয়। কিন্তু এই পরিবর্তনে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি দেশের পুঁজিবাজারে। বরং এই বাজারের অবস্থা আরও নাজুক হয়েছে। টানা দর পতন যেন পুঁজিবাজারের নিয়তি হয়ে উঠেছে। খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ১২ শতাংশ কমেছে। বিনিয়োগকারীসহ স্টেকহোল্ডররা মনে করছেন এই কমিশন সঠিকভাবে বাজার পরিচালনা করতে পারছে না। ইতোমধ্যে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে একাধিক দফায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। আগামীকাল মঙ্গলবারও তাদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে।