মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৪জন গ্রেফতার

কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৪জন গ্রেফতার

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়া থানা পুলিশ শুক্রবার (২৮জুন) দুপুরে কেন্দুয়া পৌরসভার টেঙ্গুরী ছয়আনী গ্রামে অভিযান চালিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৪জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কেন্দুয়া থানা ওসি রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেঙ্গুরী ছয়আনী গ্রামের শিল্পপতি মনির“জ্জামান ভূঞা শামীমের বাড়ীতে অভিযান চালিয়ে শিক্ষক-শিক্ষিকা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩৪জনকে গ্রেফতার করা হয়। তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য। তারা তথ্য প্রযুক্তির মাধ্যমে শুক্রবার চলা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো তাদের নির্ধারিত পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করছিল। গ্রেফতারকৃতদের মাঝে শিক্ষক আব্দুল হান্নান ছোটন, মিন্টু মাস্টার, আজহার“ল ইসলাম, সাইফুল ইসলাম, জুয়েল, সাকি, লুৎফুর রহমান, শাহরিয়া ইসলাম, ফারহাদ জাহিন, মোঃ নিয়াস, লোকমান হোসেন, শরীফ, মজিবুর রহমান, নাজমুল ইসলাম, বিকাশ দে, শ্রী রাজন, চয়ন দত্ত, আবুল হোসেন, নিলয় মাহমুদ, বিল­াল সরদার, রাকিব, সৈয়দ আবু সাইদ, তুহিন আক্তার, মনি, নূরজাহান, স্মৃতি, ডলি, রিপা, হাওয়া, তাহমিনা, তাসলিমা, নিপা মোনালিসা, নাছরিন সুলতানা, নেলী আক্তার লাকীসহ ১২জন নারী ও ২২জন পুর“ষ রয়েছে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি ল্যাপটপ, ডিভাইস, প্রিন্টার, আইপিএস, মোবাইল ফোন জব্দ করা হয়। এ ব্যাপারে এএসপি সার্কেল মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে বাড়ীর বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা ৩৪জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এদের বির“দ্ধে পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments