মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলা৪টায় ১২ শতাংশ ভোট পড়েনি, ৫টায় ২২ শতাংশ কিভাবে হলো: প্রশ্ন বিএনপি...

৪টায় ১২ শতাংশ ভোট পড়েনি, ৫টায় ২২ শতাংশ কিভাবে হলো: প্রশ্ন বিএনপি প্রার্থীর

বাংলাদেশ প্রতিবেদক: রংপুর সদর-৩ আসনের উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী রিটা রহমান। শনিবার রাত সাড়ে ৮টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন ডেকে ফল প্রত্যাখ্যান করেন তিনি।

রিটা রহমান বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় তা আবারও প্রমাণিত হয়েছে। যে ভোটকেন্দ্রে বিকেল চারটা পর্যন্ত গড়ে ১২ শতাংশ ভোট পড়েনি। অথচ বিকেল ৫টার মধ্যে ২২ শতাংশ ভোট কিভাবে হলো। এক ঘণ্টায় এত ভোট কারা দিলো। আমরা নির্বাচন কমিশনের এই ফলাফল প্রত্যাখ্যান করছি।

তিনি অভিযোগ করেন, আমরা আগেই বুঝতে পেরেছি রংপুরে সাজানো নির্বাচন হতে যাচ্ছে। ভোটের আগের রাতে আমাদের দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আমাদের নেতাকর্মীদের মনে আতঙ্ক ও ভীতি ছড়ানো হয়েছে। এই কমিশনের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি আর হবেও না।

নির্বাচন সুষ্ঠু হবে না জেনেই রংপুরবাসী ভোটবর্জন করে কেন্দ্রে যায়নি বলে দাবি করেন রিটা রহমান। তিনি বলেন, আমি রংপুরবাসীকে স্যালুট জানাই। তারা এই কমিশনের প্রতি আস্থা রাখতে পারেনি বলে ভোটকেন্দ্রে যায়নি। এটা ভোটারদের প্রতিবাদ। আমরাও তাদের ভোট বর্জনের প্রতিবাদের সঙ্গে এক হয়ে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করছি।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনে শনিবার উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এরশাদপুত্র জাতীয় পার্টির প্রার্থী রাহগীর আল মাহি সাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments