মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাপাবনায় ৪দিনব্যাপী আয়কর মেলা শুরু

পাবনায় ৪দিনব্যাপী আয়কর মেলা শুরু

কামাল সিদ্দিকী: ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে ৪ দিনব্যাপী আয়কর মেলা। শনিবার সকালে পাবনা আয়কর অফিসের আয়োজনে জেলা পরিষদের রশিদ হল রুমে আনুষ্ঠানিক ভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি এই মেলার উদ্বোধন করেন। পাবনা সার্কেল ৭ এর উপ কর কমিশনার শাহাদৎ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, পাবনা কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম, পাবনা পরিদর্শী রেঞ্জ ২ এর যুগ্ম কর কমিশনার মির্জা আশিক রানা, চেম্বার অব কমার্সের পরিচালক সাজ্জাদুর ইসলাম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক সাজ্জাদ প্রামানিক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কর পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান। মেলা চলবে ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর সকাল ১০ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিল, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদানসহ নানা সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments