মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলারংপুর চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রংপুর চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র বার্ষিক সাধারণ সভা বুধবার চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিট‘র সভাপতিত্বে বক্তারা বলেন রংপুর বিভাগের উন্নয়ন, ব্যাংকিং খাতে সিঙ্গেল ডিজেট সুদ হার নির্ধারন ,তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং পাশর্^বর্তী দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বি টু বি মিটিং ও যৌথ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে ওয়ার্কশপ/সেমিনার আয়োজনের মাধ্যমে রংপুর বিভাগের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করা সম্ভব। এছাড়াও বিদ্যমান মেয়াদে প্রতিযোগিতামূলক ও মুক্ত বাজার অর্থনীতিতে শিল্প ও ব্যবসা- বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন এবং বাণিজ্য ঘাটতি কমাতে রংপুর চেম্বার পরিচালনা পর্ষদ নিরলস প্রচেষ্টা চালিয়েছে। পাশর্^বর্তী দেশসমূহ যথা ভারত, নেপাল, ভ‚টান এর সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্যে যে সকল সমস্যা ও সীমাবদ্ধতা আছে সেগুলো দূরীকরণের জন্য রংপুর চেম্বার সকল দেশের হাই কমিশনার, সহকারি হাই কমিশনার ও কাউন্সিলরসহ কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাষ্ট্রি (সিআইআই) এর প্রতিনিধি দলের সঙ্গে বিভিন্ন সময়ে মত বিনিময় ও আলোচনা সভা করে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ত্বরান্বিত করণের প্রচেষ্টা চালানো অব্যাহত রাখার প্রতি মতামত ব্যক্ত করেন। বার্ষিক সাধারণ সভায় বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন রংপুর চেম্বারের সাবেক প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক আলহাজ্ব মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর চেম্বারের সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ, চেম্বারের সাবেক পরিচালক আলহাজ¦ এমদাদুল হোসেন, কাজী মোহাম্মদ আদম তাঁরা প্রত্যেকেই রংপুর চেম্বারের কর্মকান্ডকে আরো বেশি গতিশীল ও ত্বরান্বিত করতে বিভিন্ন দিক-নির্দেশনামূলক প্রস্তাব ও পরামর্শমূলক বক্তব্য রাখেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments