মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় মামলায় হেরে বাদীর খেড়ের পালায় আগুন !

কলাপাড়ায় মামলায় হেরে বাদীর খেড়ের পালায় আগুন !

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে মামলায় হেরে গিয়ে বিবাদীপক্ষ বাদীর বসতবাড়ীর খেড়ের পালায় আগুন দিয়েছে। ঘটনাটি রোববার মধ্যরাতে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামের গামুরবুনিয়া সরকারী প্রা: বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত মৃত্যু আমজেদ হোসেন ডিলারের বাড়ীতে হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, কলাপাড়া পৌর শহরের বসবাসরত মৃত্যু হানিফ আকনের স্ত্রী মোসা: কুলসুম বেগমের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাদী মো. আবু ইউসূফ প্যাদার সাথে মামলা চলমান ছিল। কিছুদিন পূর্বে সেই মামলার রায় বাদীর পক্ষে যায়। এতে বিবাদী ও তার পুত্রদ্বয় মো. কবির আকন ও সবুজ আকন মামলার বাদী মো. আবু ইউসুফ প্যাদার উপর ক্ষিপ্ত হয় এবং বাড়ীতে গিয়ে বিভিন্ন ধরনের হুমকি দেয়। ওই বাড়িতে বসবাসরত বারেক তালুকদার জানান,গত বৃহস্পতিবার কবির আকন ও সবুজ আকন দুইভাই বাড়ীতে এসে বাড়ীর ধানের পালায় আগুন দিবে, খেড়ের পালা পুড়িয়ে দিবে এমনকি ক্ষেতের ধান জোড় পূর্বক নিয়ে নিবে বলে হুমকি দেয়। হুমকি দেয়ার তিনদিন পরেই বাড়ীর আঙ্গিনায় খেড়ের পালায় আগুনের ঘটনাটি ঘটে।ওই বাড়ীর লোকজন ও স্থানীয় সাধারণ মানুষের ধারণা মামলায় হেরে গিয়ে বিবাদী কুলসুম ও তার পুত্রদ্বয় কবির আকন ও সবুজ আকন একত্রিত হয়ে ভীতি প্রদর্শনের জন্য এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। এবিষয়ে মোসা. কুলসুম বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান,বাড়ীতে ঘড় তোলার জন্য আমার ছেলেরা বাড়ী গিয়েছিল। তবে তারা কোন ধরনের হুমকী প্রদান করেনি। খেড়ের পালায় আগুন দেয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন,এ বিষয়ে আমি অবগত নই। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments