মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeরাজনীতিইলিয়াস কাঞ্চন সম্পর্কে যা বলেছি, তার সবটাই সত্য নয়: রংপুরে শাহজাহান খান

ইলিয়াস কাঞ্চন সম্পর্কে যা বলেছি, তার সবটাই সত্য নয়: রংপুরে শাহজাহান খান

জয়নাল আবেদীন: নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সম্পর্কে করা অভিযোগ থেকে কিছুটা সরে গেলেন সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন নেতা শাহজাহান খান এমপি। তিনি বলেন, তার সম্পর্কে যেসব কথা বলেছি, তার সবই হয় তো সত্য নয়, কিছু কিছু সত্য। তবে সত্য- মিথ্যা যাচাই করবেন আদালত। শাহজাহান খানের মন্তব্যকে কেন্দ্র করে ইলিয়াস কাঞ্চনের মামলার শুনানীর জন্য আগামী ২৩ মার্চ দিন ধার্য্য করেছেন আদালত। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় শনিবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দিতে এসে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে শাহজাহান খান এসব কথা বলেন।সাবেক নৌ মন্ত্রী আরো বলেন ইলিয়াছ কাঞ্চন এনজিও করেন বিদেশ থেকে টাকাও পান তিনি । এ্ সম্পর্কে রেকর্ড রয়েছে বলে জানান তিনি । বলেন বাংলাদেশ সড়ক পরিবহন আইনের বিরোধীতা করেনা । তবে সেসব আইনে দূর্বলতা আছে এবং যেসব সাংঘর্ষিক বিষয় আছে সেগিুলো সংশোধনের জন্য বলা হয়েছে ।আর সরকার বিষয়টি উপলদ্ধি করেছেন বলে আজ সংশোধন হচ্ছে । তিনি বলেন প্রতিবেশি রাষ্ট্রের সাথে আমাদের সড়ক আইনে সংযোগ থাকা দরকার । এপ্রসঙ্গে তিনি বলেনে এক সময় দেখা যাবে আমাদের বাংলাদেশের গাড়ি ভারত যাচ্ছে নেপাল ভূটান এমকি চিন দেশে আমাদের গাড়ি যাবে । একইভাবে তাদের গাড়িও আমাদের দেশে আসবে ফলে তাদের সাথে আমাদের আইনের সামঞ্জস্য থাকা দরকার বলে তিনি মনে করেন । তিনি বলেন ইলিয়াছ কাঞ্চন ভালোর জন্যই কথা বলেন তবে কথাগুলো হয়ে যায় এপক্ষ এতেকরে শ্রমিকদের বিপক্ষে চলে যায় । তিনি বাস্তবতার নিরীখে কথা বলেন না । শাহজান খান বলেন শুধুযে চালকের কারনেই দূর্ঘটনা ঘটে একথা ঠিকনা । পথচারির অসাবধনার কানেও কিন্তু দূর্ঘটনা হয়ে থাকে । তবে তিনি স্বীকার করেন এখন অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানো হচ্ছে । তিনি বলেন এখনো আমরা পুলিশ, বিআরটিএকে সক্ষমতা তৈরি করতে পারিনি । প্রায় ২০লাখ ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অপেক্ষায় আছে । আমরা বিআরটিএর সক্ষমতা তৈরি করতে পারছিনা বলে এসব লাইসেন্স পড়ে আছে ।খান বলেন দেশের সবশিক্ষা প্রতিষ্ঠানে সরকার ভর্তুকি দেয় কিন্ত এই পরিবহন বিশেষ করে চালক সেক্টরে কোন ভর্তুকি নেই ফলে কেউ আগ্রহ ভরে নিজের টাকা খরচ করে প্রশিক্ষিত প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শিক্ষা নেয়না । এই সমস্যার সমাধে প্রধানমন্ত্রী এগিয়ে এসেছেন বিভিন্ন ট্রেনিং সেন্টারের মাধ্যমে এখন প্রশিক্ষণ গ্রহন করবে তারা । সড়ক পরিবহণ আইন প্রসঙ্গে তিনি বলেন, ত্রুটিপূর্ণ সড়কের জন্য দূর্ঘটনা ঘটলে চালকের ফাঁসি হতে পারে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মেনে চললে সড়ক দূর্ঘটনা অনেক কমে আসবে বলে মন্তব্য করেন তিনি। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইউনুস, রংপুরের নেতা আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রণি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।বাংলাদেশ সড়ক পরিবহণ ফেডারেশনের রংপুর বিভাগ কমিটি এই সংবর্ধণার আয়োজন করে। ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments