মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

বাউফলে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

অতুল পাল: “করোনা সম্পর্কে জনগণ জানলে হবে সচেতন” শ্লোগানকে সমনে রেখে বাউফলে করোনা ভাইরাস প্রতিরোধে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কার্যক্রম শুরু করেছেন পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন বাউফল (বাকলা) নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বাউফল সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত হ্যান্ড স্যানিটাইজার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, করোনা সম্পর্কে গণ সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি পর্যায়ে পরিস্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে বাউফল পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্টস এ্যাসোসিয়েশন বাউফল (বাকলা) এর উদ্যোগে ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরী করা হয়। বাউফল সরকারি কলেজের রসায়ণ ল্যাবে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী নাহিদ নিয়াজের নেতৃত্বে জুবায়ের, তুহিন, ইলিয়াস, সাব্বির, শাওন, জোহানসহ এক দল সেচ্ছাসেবক শিক্ষার্থী হ্যান্ড স্যানিটাইজার তৈরী করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) কর্তৃক সুপারিশকৃত ফর্মুলেশন-২ মোতাবেক হ্যান্ড স্যানিটাইজার তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ণ বিভাগের শিক্ষার্থী সাইফুর রহমান সাব্বির। সার্বিক দিক নির্দেশনায় ছিলেন ইঞ্জিনিয়াার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ প্রভাষক মো. অহিদুজ্জামান সুপন, নুরাইনপুর কলেজের প্রভাষক মোহাম্মদ আলী আজম। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সংগঠনটি নিজেদের উদ্যোগে ৩ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণের উদ্যোগ নিয়েছেন। জনগণের কল্যাণে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমার পক্ষ থেকে এধরণের সকল উদ্যোগকে সহযোগিতা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বাউফল থানার ওসি (তদন্ত) মো.আল মামুন, বাউফল সরকারি কলেজের প্রভাষক মোঃ লুৎফর রহমানসহ বাউফলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments