মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাসিংগাইরে ১০ টাকা কেজির চাল মজুদ, ডিলার আটক

সিংগাইরে ১০ টাকা কেজির চাল মজুদ, ডিলার আটক

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজার বিক্রয় কেন্দ্র হতে খাদ্যবান্ধব কর্মসূচীর বরাদ্দকৃত কার্ডধারী দরিদ্রদের ১০ টাকা কেজি চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ডিলার আবু বকর সিদ্দিক ওরফে বরকত কে আটকের একদিন পর আবার ৬ বস্তা চাল মজুদ রাখার অভিযোগে জামির্ত্তা ইউনিয়নের ক্ষমতাসীন দলের আরেক ডিলার রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। ডিলার রফিকুল ইসলাম উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দ্রনগর গ্রামের মো.হাসেম আলী পত্তনদারের ছেলে। জানাগেছে, আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মানিকনগর বাজারে অভিযান চালায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা। এ সময় অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযোগে ওই ইউনিয়নের ডিলার রফিকুলকে আটক করা হয়। এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা জানান,রফিকুলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানায়, ডিলার রফিকুল এর আগেও বস্তা পাল্টিয়ে সরকারি চাল বিক্রি কালে আটক হয়েছিল পুলিশের হাতে। পুলিশ তখন তাকে ছেড়ে দেয়া হয়েছিল। চাল মজুদের ঘটনাটি প্রশাসনকে জানালে প্রশাসন তার অনিয়ম হাতেনাতে ধরে ফেলে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments