মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১০১৫ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও ১০১৫ জনের মৃত্যু

বাংলাদেশ ডেস্ক: করোনা ভাইরাসে মৃত্যুর নিম্নগামীর ধারা অব্যাহত আছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টার হিসেবে এক মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু দেখল প্রাণঘাতী এই ভাইরাসে নাকাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় মঙ্গলবার সাড়ে ৬টা) পর্যন্ত কভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১,০১৫ জনের, যা একদিনে এক মাসে সবচেয়ে কম মৃত্যু।

তাছাড়া গত কিছুদিন ধরে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা কমতির দিকেই আছে। রবিবার মৃত্যু হয়েছিল ১,৪৫০ জনের; শনিবার ১,৪৩৫ জন। তালিকায় আগে থেকেই শীর্ষে অবস্থান করা যুক্তরাষ্ট্রে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৮,৬৮৯ জন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের পূর্বাভাস, প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার ছাড়াতে পারে। বিজ্ঞানীদের একাধিক গবেষণা বলছে আগামী মাসের দিকেই মৃত্যুর সংখ্যা ১ লাখ স্পর্শ করবে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের অবস্থান আক্রান্তের তালিকায়ও শীর্ষে, এরই মধ্যে ১১ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা ২ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে।

মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি, ২৯ হাজার ছাড়িয়েছে। আক্রান্তে তৃতীয়স্থানে আছে দেশটি, ২ লাখ ১১ হাজার।

যুক্তরাজ্য মৃত্যুর তালিকায় আছে তিন নম্বরে, ২৮ হাজার ৭০০। আক্রান্তে দেশটির অবস্থান চতুর্থ, ১ লাখ ৯১ হাজার।

মৃত্যুর তালিকায় এক সময় দ্বিতীয়স্থানে থাকা স্পেনের বর্তমান অবস্থান চতুর্থ, ২৫ হাজার ৪০০। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানেই রয়েছে দেশটি, ২ লাখ ১৮ হাজার।

মৃত্যু ও আক্রান্ত উভয় তালিকায় পঞ্চমস্থানে আছে ফ্রান্স। মৃত্যু ২৫ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১ লাখ ৬৯ হাজার।

আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতে, ৪৬ হাজার ৪০০ ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু ১,৫৬৬ জনের।

সোমবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ১৪৩ জন, মৃত্যু ১৮২ জনের।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments