মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ায় ১২ হাজার ইয়াবাসহ পিকআপ ভ্যান জব্দ, আটক ১

উখিয়ায় ১২ হাজার ইয়াবাসহ পিকআপ ভ্যান জব্দ, আটক ১

কায়সার হামিদ মানিক: একদিকে পবিত্র রমজান মাস অন্যদিকে মহামারী করোনা ভাইরাস। দুইয়ের মাঝে মাদক কারবারীদের চলছে পুরোদমে মাদক পাচার। প্রশাসন যখন রোজা রেখে সারাদিন করোনা পরিস্থিতিতে জনগণের সেবায় ব্যস্ত, অপরদিকে মাদক পাচারকারীরা মাদক পাচারে ব্যস্ত।

তারই ধারাবাহিকতায় মাদক পাচারকারী তরমুজের গাড়ি নিয়ে ফেরার সময় ইয়াবাসহ এক ড্রাইভারকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

৬ মে (বুধবার)সন্ধ্যায় উখিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে চট্টগ্রামের পটিয়া থেকে তরমুজের গাড়ি নিয়ে আসা এক ড্রাইভার গাড়ি নিয়ে ফেরার সময় ইয়াবা নিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ উখিয়া থানা পুলিশ কক্সবাজার -টেকনাফ মহাসড়কে অভিযানে নেমে চট্টগ্রামগামী পিকআপ ভ্যান গাড়ি তল্লাশী করে ১২ হাজার পিস ইয়াবাসহ ড্রাইভারকে আটক করে।

আটককৃত ড্রাইভারের নাম মোহাম্মদ সাগর প্রকাশ শুভ (২৬)সে চট্টগ্রামের পটিয়া থানার হাইদগাও দিঘীর পাড় এলাকার বাসিন্দা।

উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, ইয়াবা পাচারের খবর পেয়ে ওসি স্যারের নেতৃত্বে উপ-পরিদর্শক আলীম আল রাজি,এসআই বিএম শামীম ও সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান গাড়ি থামিয়ে তল্লাশি করে ড্রাইভারের স্বীকারোক্তি মতে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করি। পরে চালক সহ গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে।এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments