মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে ভূয়া চিকিৎসকের ৩০ হাজার টাকা জরিমানা

সাপাহারে ভূয়া চিকিৎসকের ৩০ হাজার টাকা জরিমানা

বাবুল আকতার: নওগাঁর সাপাহারে ভ্রাম্যমান আদালত আনারুল ইসলাম (৩৫) নামের একজন ভুয়া চিকিৎসকের ৩০হাজার টাকা জরিমানা ও প্রায় লক্ষাধিক টাকার ভেজাল ঔষধ ধ্বংস করেছে । রোববার বেলা ১১টার দিকে সদরের মহিলা কলেজ রোডে হাজী মার্কেটে অবস্থিত একটি ঔষধের দোকানে ভ্রামমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট সোহরাব হোসেন। ওই দোকানের মালিক পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের রহিম উদ্দীনের ছেলে আনারুল ইসলাম (৩৫) কে রোগীদের ভুয়া চিকিৎসা প্রদান করা ও অবৈধভাবে ভেজাল ঔষধ বিক্রয়ের দায়ে আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহরাব হোসেনের কার্যালয়ে গঠিত ভ্রাম্যমান আদালতে তার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই ফার্মেসীতে থাকা প্রায় লক্ষাধিক টাকার ভেজাল অবৈধ ঔষধ ধ্বংস করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments