মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে মাটির দোতালা বাড়ি ধ্বস, ভাগ্যেক্রমে প্রাণে বেঁচে গেছে একটি পরিবার

সাপাহারে মাটির দোতালা বাড়ি ধ্বস, ভাগ্যেক্রমে প্রাণে বেঁচে গেছে একটি পরিবার

বাবুল আকতার: নওগাঁর সাপাহার উপজেলার লালচান্দা গ্রামে মাটির তৈরী নতুন একটি দোতালা বাড়ি আকস্কিক ভাবে ধ্বসে পড়েছে। ভাগ্যেক্রমে প্রানে বেঁচে গেছে ওই বাড়ির মালিক ও তার পরিবার পরিজন। গ্রামবাসী সুত্রে জানাগেছে, উপজেলার লালচান্দা গ্রামের বাসিন্দা অসহায় দিন মজুর জালাল উদ্দীন চলতি বছর তার সহায় সম্বল সব কিছু বিক্রি করে দুই কক্ষ বিশিষ্ট একটি দোতালা মাটির বাড়ি নির্মান করেন। তিনি ওই নতুন বাড়িতে প্রায় এক মাস ধরে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলেন। ঘটনার দিন ৩১ মে রোববার দুপুরে পরিবারের লোকজন সবাই বাড়ির বাইরে সংসারের কাজ কর্ম করা কালে আকস্কিক ভাবে ওই মাটির বাড়িটি সম্পুর্ন ধ্বসে পড়ে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছে বাড়ির ভিতরে থাকা জিনিস পত্র উদ্ধারে জোর চেষ্টা করেও কিছুই উদ্ধার করতে পারেনি। হতভাগ্য বাড়ির মালিক জালাল উদ্দীন জানান ওই বাড়িটি তৈরী করতে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছিল। তিনি এখন সম্পুর্ন নিঃস্ব পরিবার পরিজন নিয়ে কোথায় থাকবেন কি করবেন, কি খাবেন এ নিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয় লোকজনের ধারনা বাড়ি নির্মানের সময় দেয়ালের কাদামাটি না শুকাতেই নতুন করে তার উপর দেয়াল দেয়া হয়েছিল যে কারনে এ ভাবে বাড়িটি ধ্বসে পড়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments