মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাপাবনার এসপি করোনায় আক্রান্ত : উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

পাবনার এসপি করোনায় আক্রান্ত : উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

কামাল সিদ্দিকী: পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষার জন্য সম্প্রতি তিনি ঢাকায় নমুনা দেন। শুক্রবার তার কোভিড-১৯ পজিটিভ রির্পোট আসে। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুই এসআইসহ আরও ১১ পুলিশের করোনা সনাক্ত হয়েছেন। তিনি পাবনাবাসীর কাছে পুলিশ দোয়া কামনা করেছেন। পাশাপাশি তিনি পাবনাবাসীকে সচেতনতার সাথে শারীরিক দুরত্ব বজায় রেখে চলাফেলা এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় পাবনায় করোনা উপসর্গে তিন জনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন, তারা হলেন, পাবনার ভাঙ্গুড়া উপজেলার আজাহার উদ্দিন (৪৫), পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে জেমস সুব্রত গোস্বামী (৫০) এবং পাবনার আরিফপুরের আছিরউদ্দিন সরদার স্কুলের শিক্ষক আশরাফ উদ্দিন মাষ্টার (৬৫)। সিভিল সার্জন অফিস সুত্র জানায়, মৃতরা নিজ নিজ বাড়ীতে করোনা উপসর্গ জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, পুলিশ সুপার নিজের বাংলোতে আইসোলশনে রয়েছেন। তিনি এখনো পর্যন্ত সুস্থ্য রয়েছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments