মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে শিশু বলাৎকারের ঘটনায় পুলিশ ও বাদির পরস্পর বিরোধী বক্তব্য, জেল খাটছেন...

বাউফলে শিশু বলাৎকারের ঘটনায় পুলিশ ও বাদির পরস্পর বিরোধী বক্তব্য, জেল খাটছেন ষাটোর্ধ বৃদ্ধ

অতুল পাল: পটুয়াখালীর বাউফলের বগা বন্দর এলাকায় দুই শিশুকে ষাটোর্ধ এক বৃদ্ধ কর্তৃক বলাৎকারের ঘটনায় পুলিশ ও বাদির পরস্পর বিরোধি বক্তব্যে বিষয়টি ক্রমেই ধুম্রজালে পরিণত হচ্ছে। এরফলে মূল ঘটনা জনসন্মূখে প্রকাশ হওয়া নিয়ে সন্দেহের দানা বাঁধছে। অপরদিকে ঘটনার জেরে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে জেলের ঘাঁনি টানছে ওই বৃদ্ধ। বলাৎকারের শিকার দশ ও এগারো বছরের দুই শিশু রাকিব ও জুয়েল এবং তাদের অভিভাবকরা বুধবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সাংবাদিকদের কাছে উপস্থিত হয়ে বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহ এবং বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান তাদেরকে জেলের ভয় দেখিয়ে ষাটোর্ধ বৃদ্ধ কালাম মৃধার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করিয়েছেন বলে জানান। শিশু রাকিব ও জুয়েল জানান, গত শনিবার (১২ জুলাই) সন্ধ্যার পর বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহ তাদেরকে ডেকে নিয়ে কালাম মৃধা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করতে বলেন। তারা অপারগতা প্রকাশ করলে তিনি বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখান। একপর্যায়ে জেলের ভয় দেখালে তারা ওই বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করতে রাজি হন। এরপর তাদেরকে পুলিশ তদন্ত কেন্দ্রে বসিয়ে রেখে ইনচার্জ মহিবুল্লা কয়েকজন পুলিশ সাথে নিয়ে বগা বন্দরের জেলা পরিষদের ডাকবাংলোর সামনের দোকান থেকে বৃদ্ধ কালাম মৃধাকে ধরে আনেন। এর কিছুক্ষণ পর শিশু রাকিবের বাবা আদম আলিকে বাড়ি থেকে বগা পুলিশ তদন্ত কেন্দ্রে ডেকে এনে একটি সাদা কাগজে স্বাক্ষর নেন ইনচার্জ মহিবুল্লাহ। এরপর তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। একদিন পর রোববার তাদেরকে পূণরায় বাউফল থানায় ওসির কক্ষে ডেকে নিয়ে তাদেরকে কি বলতে হবে সেগুলো পূণরায় শিখিয়ে দেয়া হয়। তাদের শেখানো কথা না বললে ১৮ বছর বয়স পর্যন্ত জেলহাজতে থাকতে হবে বলে ভয় দেখানো হয়। তাদেরকে মারধর করারও ভয় দেখানো হয়েছে বলে শিশুরা জানান। এরপর তাদের কথা মোবাইল ফোনে ভিডিও করা হয়েছে। শিশু রাকিবের বাবা মামলার বাদি আদম আলী বেপারী বলেন, গত সোমবার (১৪ জুলাই) রাতে বগা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহ স্যার আমাকে ০১৭৬৯৬৯৪১৯৯ নম্বর মোবাইল ফোন থেকে কল করে বাউফল থানায় যেতে বলেন। সাথে তার ছেলে রাকিবকেও নিয়ে যেতে বলেন। সে অনুযায়ি ওই দিন রাত ৯টার দিকে আমি ও আমার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে রাকিব বাউফল থানায় যাই। মহিবুল্লাহ স্যার আমাদের ডেকে ওসি স্যারের রুমে নিয়ে যান। এ সময় আমি জানতে পারি বলাৎকারের মামলায় আমাকে বাদি করা হয়েছে। আমি ওসিকে বলি, স্যার এ ঘটনাতো সত্য নয়। আমার ছেলেও বলেছে এ ঘটনা সত্য নয়, কেন আমাকে বাদি করেছেন ? এ কথা বলার সাথে সাথে তিনি আমার উপর ক্ষেপে যান। আমার স্ত্রী একই কথা বললে ওসি তাকে লাথি মেরে থানা থেকে বের করে দেয়ার কথা বলেন । রাত ১টার দিকে রাকিবকে থানায় রেখে দিয়ে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরদিন মঙ্গলবার পুলিশ আমার ছেলেসহ জুয়েল নামের অপর এক শিশুকে নিয়ে পটুয়াখালী কোর্টে যান এবং বুধবার দুপুরে থানা থেকে রাকিবকে আমাদের কাছে ফেরৎ দেন। শিশু রাকিব বগা বন্দরে একটি খাবার দোকানে এবং অপর শিশু জুয়েল একই বন্দরের রিয়াজ হাওলাদারের মুদির দোকানে কাজ করে। মহিবুল্লাহ বগা বাজারের জেলা পরিষদ ডাকবাংলোর দোতলায় একটি কক্ষে থাকেন। এ কারণে তিনি রাকিব ও জুয়েলকে চেনেন। ওই ডাকবাংলোটির সামনে বৃদ্ধ কালাম মৃধা ছোট একটি অস্থায়ী দোকান দিয়ে তবসি, জায়নামজ, টুপি ও আতর বিক্রি করতেন। বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিবুল্লাহ ডাকবাংলার সামনে থেকে দোকানটি সরিয়ে নিতে তাকে বেশ কয়েকবার শাসিয়েছেন। বৃদ্ধ আবুল কালাম ডাকবাংলোর সামনে থেকে দোকান না সরানোর ফলে মহিবুল্লাহ তার ওপর ক্ষুদ্ধ হয়ে তাকে ফাঁসানোর জন্য ওই অবুঝ দুই শিশুকে ভয় দেখিয়ে বৃদ্ধ কালাম মৃধার বিরুদ্ধে বলাৎকারের নাটক সাজিয়ে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে মামলার বাদি জানান। এদিকে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান এ প্রতিনিধকে বলেন, আমাদের কাছে স্পটের ভিডিও এবং থানায় এসে যে বক্তব্য দিয়েছে তার ভিডিও আছে। কোনটা সাজানো কথার ভিডিও এবং কোনটা সত্য কথার ভিডিও সেটা বোঝার অভিজ্ঞতা আমাদের আছে। এরপর ওই শিশুরা ১৬৪ ধারায় কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দিয়েছে। এখন বাহিরে এসে কি বললো না বললো এর কোন দাম নেই। তিনি বলেন, আসামির পক্ষ থেকে সুবিধা নিয়ে কিংবা আসামিকে সুবিধা পাইয়ে দিতে কোন মহল এই প্রচার প্রপাগান্ডা করতে পারে। এছাড়া লাথি মেরে থানা থেকে বের করে দেব এমন কথা আমি কখনোই বলিনি। আলোচিত এই বলাৎকারের ঘটনায় পুলিশ এবং বাদির পরস্পর বিরোধি বক্তব্যে মূল ঘটনা জনসন্মূখে আদৌ আসবে কী না সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। অপরদিকে গ্রেপ্তার হওয়া বৃদ্ধ কালাম মৃধা জেলের ঘাঁনি টানছেন। তিনিইবা কবে ছাড়া পাবেন সেটাও অনিশ্চিত হয়ে রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments