মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeপ্রবাসের খবরমক্কায় করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু

মক্কায় করোনায় আরো এক বাংলাদেশির মৃত্যু

বাংলাদেশ ডেস্ক: সৌদি আরবের মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আবু বক্কর সিকদার (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে মক্কার আল জাহের হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আবু বক্কর সিকদার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলী সিকদারপাড়ার হাজি আবুল কাসেমের ছেলে। তাঁর চার সন্তান রয়েছে।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম ও সৌদি প্রবাসী গোলাম মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের বিভিন্ন প্রদেশে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৬৭০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

আবু বক্কর সিকদারের ফুপাতো ভাই নুরুল আবছার জানান, প্রায় ১৮ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মক্কার বাদশাহ আবদুল আজিজ হাসপাতালে ভর্তি হন আবু বক্কর সিকদার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবু বক্কর সিকদার মক্কার একটি দোকানে চাকরি করতেন। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী লাশ এই দেশেই দাফন করা হবে।

আবু বক্কর সিকদারের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, সৌদি আরবে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৮ হাজার ১৫৬ জন দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ২ হাজার ৬০১ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে ফিরেছেন দুই লাখ ১০ হাজার ৩৯৮ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments