মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাকিশোরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রবাসী খুন, আহত-৩

কিশোরগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে প্রবাসী খুন, আহত-৩

বাংলাদেশ প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুরে ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সৌদিআরব প্রবাসী চাচা তাইজুল ইসলাম (৩৫) নির্মমভাবে খুন হয়েছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের আরো তিনজন গুরুতর আহত হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজীপুর বাজারে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের আমিনুল হকের ছেলে মোঃ শামীম মিয়া পাশের মেছেড়া আতকাপাড়া গ্রামের মফিজ আলীর ছেলে মোঃ পারভেজ মিয়া একসাথে বিল্ডিং শ্রমিকের কাজ করতো। পারভেজের কাছে শামীম মিয়া শ্রমিক মুজুরির ৩৫০টাকা পাওনা ছিলো। পাওনা টাকা দিতে অস্বীকার করায় মঙ্গলবার সকালে পারভেজের সাথে শামীমের ঝগড়া সৃষ্টি হয়। সন্ধ্যায় হাজিপুর বাজারে ইউপি সদস্য রিপন মিয়ার ঘরে সালিশ দরবারের মাধ্যমে পাওনা টাকার বিষয়টি নিষ্পত্তির জন্য শামীমকে খবর দেয় পারভেজ। দরবার সালিশের এক পর্যায়ে শামীমকে ঘরে আটকে রেখে শারিরিক নির্যাতন চালানো হয়। খবর পেয়ে শামীমকে উদ্ধার করতে বাবা ও চাচা এগিয়ে এলে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত পারভেজ তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তাইজুল ইসলাম (৩৫), আমিনুল হক (৪০), জালাল উদ্দিন (৪১), মোঃ শামীম (২৫) গুরুতর আহত হয়। আহতদের আশঙ্খাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাইজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments