মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeআন্তর্জাতিকসৌদিতে বিনামূল্যে করোনা ভ্যাকসিন, খুশি প্রবাসীরা

সৌদিতে বিনামূল্যে করোনা ভ্যাকসিন, খুশি প্রবাসীরা

বাংলাদেশ ডেস্ক: সৌদি আরবে অনলাইনে আবেদনের মাধ্যমে বিনামূল্যে করোনা ভ্যাকসিন নিতে পারছেন দেশটির নাগরিক এবং প্রবাসীরা। এর আগে ফাইজার এবং বায়োনএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দেয় সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়ার টিকা গ্রহণের মাধ্যমে সৌদি আরবে শুরু হয়েছে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর, সাধারণ মানুষকে বিনামূল্যে ফাইজার এবং বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিক এবং প্রবাসী সবাই বিনামূল্যে টিকা পাবেন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

টিকা পেতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। মোট তিন ধাপে দেওয়া হবে করোনা ভ্যাকসিন। প্রথম ধাপে ৪০ থেকে ৬৫ বছর, দ্বিতীয় ধাপে ৩০ থেকে ৪০ বছর এবং শেষ ধাপে বাকিদের টিকা দেওয়া হবে বলে জানানো হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments