বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeজাতীয়‘গত বছর সড়কেই প্রাণ গেছে ৫৩৯৬ জনের’

‘গত বছর সড়কেই প্রাণ গেছে ৫৩৯৬ জনের’

বাংলাদেশ প্রতিবেদক: দেশে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে ঝরছে প্রাণ। আহত কিংবা পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। বিদায়ী বছরে করোনার কারণে দুই মাসের বেশি সময় গণপরিবহন বন্ধ থাকলেও সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬ হাজার ৬৮৬ জন।

যাত্রী কল্যাণ সমিতির ২০২০ সালের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন বলছে, বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫৩৯৬ জনের। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আহতের ১৫ শতাংশ। যা সংখ্যার হিসেবে ১২৯০।

সব মিলিয়ে ২০২০ এ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৬ হাজার ৬৮৬ জনের। আহত হয়েছেন ৮ হাজার ৬শ’ জন। আর দুর্ঘটনার সংখ্যা ৪ হাজার ৮৯১টি।

সংখ্যার হিসাবে, ২০১৯ এর তুলনায় তা ১২ শতাংশ কম হলেও করোনার কারণে ১০ মাসের হিসাবে সে সংখ্যাকে বেশি বলছে যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার (৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০২০ বার্ষিক প্রতিবেদন এসব তথ্য জানায় সংগঠনটি।

এদিকে বিশ্লেষকরা বলছেন, সেই প্রকৃত সংখ্যা সরকারি বেসরকারি কোনো পরিসংখ্যানেই উঠে আসে না।

২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান- ৭ হাজার ৮৫৫ জন এবং ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান ৬ হাজার ৬৮৬। ২০১৯ এর তুলনায় ২০২০ এ সড়ক দুর্ঘটনা ১২ শতাংশ কমলেও করোনায় ২ মাস ৫দিন বন্ধ ছিল গণপরিবহন।

যদিও বিদায়ী বছরে করোনা পরিস্থিতির কারণে ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে মৃত্যুর মিছিল সেই তুলনায় কমেনি। মার্চে সড়কে প্রাণ গেছে ৪৬৭ জনের, এপ্রিলে ২০১ জনের আর মে মাসে ৩১০ জনের।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন, গত বছরের তুলনায় দুর্ঘটনা যদিও ১২ শতাংশ কমেছে। তবে, করোনার কারণে কমেছে বলে মনে করি না।

যদিও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দেশে যে পরিমাণ সড়ক দুর্ঘটনা ঘটে সেই প্রকৃত সংখ্যা সরকারি বেসরকারি কোন পরিসংখ্যানেই উঠে আসে না। শুধুমাত্র পুলিশ কেস কিংবা গণমাধ্যমে উঠে আসা সংখ্যাগুলোই পরিসংখ্যানে উঠে আসে।

বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্স ইনস্টিটিউটের সহকারী পরিচালক সাইফুন নেওয়াজ বলেন, সাধারণত মামলা হলেই তথ্যগুলো আসে। তবে সেই সংখ্যাটা অনেক কম। রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যে প্রায়োরিটি সেট করা সেটা কিন্তু আমরা সেট করতে পারছি না। পাশাপাশি সচেতনতা একটা বড় পর্যায়, যেমনিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে প্রয়োজন রয়েছে, তেমনি যারা সড়ক ব্যবহারকারী রয়েছে তাদেরও সচেতন হতে হবে।

জাতিসংঘ ২০১১ থেকে ২০২০ সালকে সড়ক নিরাপত্তা দশক ঘোষণা করে। এই ১০ বছরে বাংলাদেশসহ সদস্য দেশগুলো সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমিয়ে আনার অঙ্গীকার করে। কিন্তু, ১০ বছরেও দেশে কমেনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments