মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলারংপুরে মিথ্যা ধর্ষণ মামলা করায় দুই নারী জেল হাজতে

রংপুরে মিথ্যা ধর্ষণ মামলা করায় দুই নারী জেল হাজতে

জয়নাল আবেদীন: রংপুর ধর্ষণের মিথ্যা মামলা করায় দুই নারীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-৩ আদালতে জামিনের আবেদন করলে বিচারক মোস্তফা পাভেল রায়হান জামিন নামঞ্জুর করে মিতু আক্তার ও নুরুন্নাহার বেগম নামে দুই নারীকে জেল হাজতে প্রেরণ করেন। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সয়ার ডারার পার গ্রামের কাজী সায়েদ আলীর পুত্র কাজী মিজানুর রহমান বাদী হয়ে গত ২০১৮ সালের ৪ জুন তার মেয়ে মিতু আক্তারকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের খলিল উদ্দিন এর ছেলে মামুনুর রশিদ মামুনসহ তিন জনকে আসামী করে তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করে। উক্ত মামুনুর রশিদ ওরফে মামুনের বিরুদ্ধে ধর্ষণের ঘটনার সত্যতা না পাওয়ায় এবং ডিএনএ রিপের্টে মিতু আক্তারের গর্ভে মামুনুর রশিদ ওরফে মামুন কর্তৃক ধর্ষণের কোন আলামত না পাওয়ায় তারাগঞ্জ থানার ওসি মামুনুর রশিদ সকল আসামীকে মামলা থেকে অব্যহতি প্রদান করেন এবং ২০০৩ এর ১৭ ধারা মোতাবেক বাদীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করেন। ফলে মামুনুর রশিদ ওরফে মামুন উক্ত মামলা থেকে অব্যহতি পাওয়ার পর মিথ্যা মামলা করায় মিজানুর রহমান, মিতু আক্তার ও মোছাঃ নুরুন্নাহার বেগমকে আসামী করে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানল-৩ এ একটি মামলা করেন। উক্ত মামলায় আসামী মিজানুর রহমান দীর্ঘ হাজত বাস করার পর জমিন পেলেও আসামী মিতু আক্তার ও মোছাঃ নুরুন্নাহার বেগম রোববার আদালতে জামিনের আবেদন করলে আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments