মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাদলীয় কোন্দলের জের: বাউফলে সারে চার হাজার দুস্থদের ঈদ সহায়তা পেতে চরম...

দলীয় কোন্দলের জের: বাউফলে সারে চার হাজার দুস্থদের ঈদ সহায়তা পেতে চরম বিরম্বনা

অতুল পাল: বাউফলের কেশবপুর ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থদের মধ্যে ১০ কেজি চাউলের বাজার মূল্যের সমপরিমাণ অর্থ পেতে চরম বিরম্বনার শিকার হচ্ছেন প্রায় পাঁচ হাজার নারী পুরুষ। অনেকেই সহায়তা না পেয়ে বাড়ি ফিরে গেছেন বলেও জানা গেছে। দলীয় কোন্দলের কারণে ওই বিরম্বনার সৃষ্টি হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন। বিরম্বনার জেরে দুস্থদের মাঝে অর্থ বিতরণকালে সংশ্লিষ্ট ট্যাগ অফিসার ছাড়াও পর্যাপ্ত পুলিশ এবং সহকারী কমিশনার(ভূমি) ঘটনাস্থলে অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফলের কেশবপুর ইউনিয়নে ৪ হাজার ৫২০ জন তালিকাভূক্ত দুস্থদের প্রতিজনকে ১০ কেজি চাউলের পরিবর্তে ৪৫০ টাকা করে নগদ বিতরণ করা হবে বলে আজ বুধবার বেলা নয় টায় কেশবপুর ইউনিয়ন পরিষদ ভবনে আসতে বলা হয়। কিন্তু রাজনৈতিক কারণে চেয়ারম্যান নিরাপত্তাহীনতায় রয়েছেন এমন কারণ দেখিয়ে বেলা ২ টা পর্যন্ত তিনি ইউনিয়ন পরিষদ ভবনে আসতে পারেননি। এতে দুস্থদের অনেকেই ক্ষুব্ধ হয়ে বাড়ি চলে যান। এখবর উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে ১৮ জন পুলিশ এবং সহকারী কমিশনার(ভূমি)কে ঘটনাস্থলে পাঠান। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ পাহারায় চেয়ারম্যান এসে টাকা বিতরণ শুরু করেন। স্থানীয়রা জানান, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি নির্বাচনে (স্থগিত) নৌকার প্রার্থী সালেহ উদ্দিন পিকুর দুই ভাই খুনের প্রধান আসামি চেয়ারম্যান মহিউদ্দিন লাভু (কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের বরখাস্তকৃত সাধারন সম্পাদক)। আদালতের নির্দেশনায় মহিউদ্দিন লাভু জামিন এবং চেয়ারম্যান পদ ফিরে পান। দুস্থদের মাঝে ভিজিএফ সহায়তা যাতে চেয়ারম্যান বিতরণ করতে না পারেন সেজন্য তাকে তার বাড়ির মধ্যে আটকে রাখতে মামলার বাদি পক্ষ বাড়ির আসপাশে আনাগোনা করছিল। একারণে চেয়ারম্যান ভয়ে যথা সময়ে ইউনিয়ন পরিষদ ভবনে আসতে পারেননি। চেয়ারম্যান মহিউদ্দিন লাভু জানান, দুস্থদের মাঝে বিতরণের জন্য মঙ্গলবার বাউফলের জনতা ব্যাংক থেকে ২০ লাখ ৩৪ হাজার টাকা উত্তোলণ করা হয়েছে। কিন্তু আমাকে ইউনিয়ন পরিষদ ভবনে যেতে বাধা দিতে মামলার বাদি পক্ষের লোকজন আমার বাড়ির চারপাশ এবং মূল রাস্তায় অবস্থান নেয়। বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি) কে পাঠিয়ে দুস্থদের টাকা বিতরণে সহায়তা করেছেন। কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ উদ্দিন পিকু জানান, এখবর আমার জানা নাই। তবে শুনেছি মেম্বর এবং দুস্থরা খুনির হাত থেকে টাকা নিতে চায়নি। ঘটনাস্থল থেকে সহকারী কমিশনার (ভূমি) আনিচুর রহমান বালি জানান, এলাকার রাজনৈতিক কারণে পুলিশ পাহারায় চেয়ারম্যানকে বাড়ি থেকে এনে টাকা বিতরণ করা হচ্ছে। যারা আজকে টাকা পায়নি, তাদেরকে আগামিকাল টাকা দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, টাকা বিতরণ কার্যক্রম শুরু হয়নি এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং সহকারী কমিশনার(ভূমি)কে পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যে সকল দুস্থরা ফিরে ড়েছেন তাদেরকে আগামিকালের মধ্যে টাকা দেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments