মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeরাজনীতিমেগা প্রজেক্টে মেগা লুটপাট চলছে: ফখরুল

মেগা প্রজেক্টে মেগা লুটপাট চলছে: ফখরুল

বাংলাদেশ প্রতিবেদক: মেগা প্রজেক্টের মাধ্যমেই সরকার মেগা লুটপাট চালাচ্ছে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট হয়ে যাচ্ছে ৫০ হাজার কোটি টাকা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে মেগা লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে। লুটপাটের রাজত্ব কায়েম করেছে সরকার। এখন বিভিন্ন স্থানে বড় বড় গেট নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন বিদ্যালয়ের গেট নির্মাণে বড় বড় ব্যয় ধরা হচ্ছে। অথচ এখন আমাদের প্রয়োজন ছিলো ক্লাসরুম সংস্কার করা।

মির্জা ফখরুল আরও বলেন, কৃষক এখন বাজারে ন্যায্য মূল্য পাচ্ছে না। সরকার সেনাবাহিনীর ট্রাকগুলো ব্যবহার করে কৃষকের পণ্য ঢাকায় এনে তাদের ন্যায্য মূল্য দিতে পারে না? সরকার কৃষকের দিকে তাকায় না।

স্বাস্থ্যখাতের করুণ অবস্থা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এখন পর্যন্ত কোভিড-১৯ টিকার নিশ্চয়তা নেই। এই টিকার নিশ্চয়তা হবেও না। কারণ, স্বাস্থ্যখাতের সঙ্গে যারা জড়িতরা এত বড় দুর্নীতি করছে যে, তারা মানুষের জীবনকে মূল্যহীন করে তুলছে। এ দেশে মানুষের কোনো নিরাপত্তা নেই, নেই কোনো মূল্য।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাক্তার মো. আব্দুল কুদ্দুস। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments