সোমবার, মে ৬, ২০২৪
Homeসারাবাংলাসাড়ে ৮শ কোটি টাকা রাজস্ব আহরনের লক্ষ্যমাত্রা নিয়ে রংপুর কর অঞ্চলে মাসব্যাপী...

সাড়ে ৮শ কোটি টাকা রাজস্ব আহরনের লক্ষ্যমাত্রা নিয়ে রংপুর কর অঞ্চলে মাসব্যাপী আয়কর সেবা শুরু

জয়নাল আবেদীন: রংপুর কর অঞ্চলে সাড়ে ৮শ কোটি টাকা রাজস্ব আহরনের লক্ষ্যমাত্রা নিয়ে গতকাল সোমবার থেকে মাসব্যাপী আয়কর রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান শুরু হয়েছে।

নগরীর কাচারী বাজারস্থ রংপুর কর অঞ্চল ভবনে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, সহকারী কর কমিশনার সৈয়দ নুরুল হুদা, উপ-কর কমিশনার তাজ মোহাম্মদ তরফদার, রাউফুর রহমান, কর পরিদর্শক মহিদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা। শুক্রবার ও শনিবার সহ সরকারী ছুটি ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক বুথের মাধ্যমে আয়কর সংক্রান্ত ৬টি সেবা প্রদান করা হচ্ছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments