মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলাচাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ৮টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ৮টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে

ফেরদৌস সিহানুক শান্ত: চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদের ভোট প্রদানের মাধ্যমে ভোটাররা ভোট প্রয়োগ করছে। ১১ নভেম্বর সকাল ০৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ভোটাররা।

৭টি ইউনিয়নে ব্যালেট পেপারের মাধ্যমে ভোট প্রদান করছে ভোটাররা, বাকি একটির গোমস্তাপুর ইউনিয়নে ইলেক্ট্রনিক মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
গোমস্তাপুর ৮টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৫ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২৭৪ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১০৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩টি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে।
গোমস্তাপুর উপজেলা ইউনিয়ন নির্বাচনে ৮টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
ইউনিয়ন ভিত্তিক ভোটার সংখ্যা গোমস্তাপুর ইউনিয়নে ৩১ হাজার ৫৫৭ জন, বাঙ্গাবাড়ী ইউনিয়নে ১৯ হাজার ৮৭৭ জন, রাধানগর ইউনিয়ন ২৮ হাজার ৯৯২ জন, পার্বতীপুর ইউনিয়নে ২৭ হাজার ১৬০ জন, রহনপুর ইউনিয়নে ১৪ হাজার ৬৩৪ জন, বোয়ালিয়া ইউনিয়নে ২০ হাজার ৯০৭ জন, চৌডালা ইউনিয়নে ২৫ হাজার ৮২২ জন, আলিনগর ইউনিয়নে ১২ হাজার ৫৯৭ জন।
দেশে দ্বিতীয় ধাপে দেশের প্রায় সাড়ে ৮শ’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর ইউনিয়নেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
গোমাস্তাপুর নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশ সদস্যরা কাজ করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments