শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাসুনামগঞ্জ ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত অর্ধ শতাধিক

সুনামগঞ্জ ছাতকে দু’গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত অর্ধ শতাধিক

ছাতকে নদীর দখলকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর সংঘর্ষে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার  উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও ও সাতগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায়, ভটেরখাল নদীর সুনামপুর মৌজার অংশের ভোগ-দখল নিয়ে সাতগাঁও গ্রামের মৃত তাজ উদ্দিনের পুত্র সাদ মিয়া ও খাসগাঁও গ্রামের মৃত মাফিজ আলীর পুত্র ইউপি সদস্য করম আলী পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এ নিয়ে গত ক’দিন ধরে উভয় গ্রামের লোকজনের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছে।

এ সংক্রান্ত বিষয়ে গত রবিবার নদী লিজের কাগজপত্র নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষ হাজির হলে খাসগাঁও এলাকায় লিজ বহির্ভুত নদীর কিছু অংশ ভোগ-দখলের বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির নির্দেশ দেন জেলা প্রশাসক।

বিষয়টি নিস্পত্তির লক্ষ্যে মঙ্গলবার স্থানীয় কুমারকান্দি মাদ্রাসায় গণ্যমান্যদের উপস্থিতিতে সালিশ-বৈঠক চলাকালে উভয় গ্রামের লোকজন উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে উভয় গ্রামের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘণ্টাব্যাপী দফায়-দফায় সংঘর্ষে নারীসহ উভয় গ্রামের অর্ধশতাধিক লোক আহত হয়।

গুরুতর আহত সামছুল হক (৬৫), আতাবুল (২৮), বারিক মিয়া (৪৫), আশরাফ আলী(৫৫), রইছ আলী(৩৫), আশক আলী(৪৫), পারভেজ মিয়া(৩০), আনোয়ার হোসেন (২০), আব্দুল আওয়াল (৫৪), সায়েস্তা মিয়া (৪০), আবুল মিয়া (৩৫) ও সুজন মিয়া (১৯)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পারভেজ (২৭), করম আলী (৫৫), রানি বেগম (৪৫) হেলাল (৩০), আব্দুল করিম (৬০), সিরাজ (৫০), আফরোজ আলী (৪০), নিলবানু (৩৮), আক্তার (১৮), জিল­ুর রহমান (৩৫), লিলু মিয়া (৪৬), তারেক আলী (২৪), কুতুব (৪৫), ইমরান হোসেন (৩০), সাজ্জাদ (৪৫), ফজর আলী (২৫), নিজাম উদ্দিন (৫০), নূর আহমদ (৩৫) সহ অন্যান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষ শেষে সাতগাঁও গ্রামের সিরাজুল ইসলাম রোগী নিয়ে কৈতক হাসপাতালে যাওয়ার পথে খাসগাঁও এলাকায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে গাড়ি ভাংচুরসহ তাদের আহত করার অভিযোগ উঠেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নির্মল চন্দ্র দেব জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments