সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বুধবার বেলা বারোটার দিকে মডেল থানা পুলিশ পাগলা উত্তরপাড়া গ্রাম থেকে গৃহবধু হিমা খাতুন সীমা (২০) এর লাশ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা নিয়েছে। মডেল থানা ও এলাকাবাসীদের সুত্রে জানা যায় বড়হর ইউনিয়নের পাগলা উত্তরপাড়া গ্রামের গৃহবধু হিমা খাতুন সীমার স্বামী মোঃ রনি পেশায় একজন রিকসা চালক। আজ বুধবার ভোরে বাড়ীর পাশ্ববর্তী একটি খালের পানিতে সীমা
খাতুনকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা তাকে সেখান থেকে তুলে বাড়ীতে আনে। স্থানীয়
চিকিৎসক দেখানো হলে সীমা মৃত বলে জানায়। এদিকে সকাল থেকেই গৃহবধুটির স্বামী ও পরিবারের অন্যরা
পলাতক রয়েছে। গৃহবধু সীমা উল্লাপাড়া এনায়েতপুর গুচ্ছগ্রামের হিকমত আলীর মেয়ে। উল্লাপাড়া মডেল থানা
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানা যায়।